Why Study in HPC

  • অভিজ্ঞ অধ্যক্ষ-এর তত্ত্বাবধানে মেধাবী, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী কর্তৃক শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক পদ্ধতিতে পাঠদান;
  • নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার ও কোর্স প্ল্যান অনুযায়ী সকল শিক্ষা কার্যক্রম পরিচালনা;
  • শিক্ষার্থীদের নেতৃত্বদান, মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে শিক্ষা-সহায়ক কার্যক্রম (সাধারণ জ্ঞান, বিতর্ক, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা, শিক্ষা সফর, অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা ইত্যাদি) পরিচালনা;
  • নিয়মিত ক্লাস কার্যক্রমের পর প্রাইভেট-এর বিকল্প হিসেবে অতিরিক্ত ক্লাস বা ACP (After Class Programme) এর ব্যবস্থা। পিছিয়ে পড়া দুর্বল শিক্ষার্থীদের স্পেশাল ক্লাসের ব্যবস্থা;
  • অদম্য মেধাবীদের সুনিশ্চিত ভবিষ্যৎ বিনির্মাণের পরিকল্পনায় বুয়েট, সরকারি মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে রয়েছে অ্যাডমিশন ব্যাচ;
  • আবাসিক শিক্ষার্থীদের সান্ধ্যকালীন পাঠদানের জন্য বিষয়ভিত্তিক দু’জন শিক্ষক কর্তৃক নিবিড় পরিচর্যা;
  • শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে গাইড টিচার ও শ্রেণি শিক্ষকের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ;
  • কোভিড-১৯ সংকটকালে অনলাইনে শিক্ষা গ্রহণের সুযোগ;
  • ভালো ফলাফলের জন্য ১ম ও ২য় বর্ষে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
  • এসএসসি-এর তুলনায় এইচএসসি তে GPA এর মানোন্নয়নের নিরন্তর প্রচেষ্টা;
  • ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জনের জন্য English Language Club এর মাধ্যমে বাধ্যতামূলক Spoken Class -এর ব্যবস্থা;
  • অনলাইন সুবিধাসহ কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ পাঠাগার ও বিজ্ঞানাগার।