Tour Club

Tour Club

ভ্রমণ কী?

ভ্রমণ বা Travel শব্দটি উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ Travail থেকে। 

আবহাওয়া পরিবর্তনে জন্য এক স্থান থেকে অন্যস্থানে গমন, পায়ে হেঁটে অথবা কোনো যানবাহনে ঘুরে বেড়ানো, নতুন কোনো জায়গা উম্মোচনের শিহরণ, দেশের বিভিন্ন দর্শনীয় স্থান বা ভিনদেশ অবলোকন। যা শরীর ও মনকে আড়ষ্টতা মুক্ত করে সতেজ করে তুলে। তাকেই আমরা সাধারণত ভ্রমণ বলে থাকি।

আলজেরিয়া বিখ্যাত দার্শনিক সেন্ট অগাস্টিন বলেছেন, The world is a book, and those who do not travel read only one page of it. অর্থাৎ পৃথিবীটা একটি বইয়ের সদৃশ, যারা ভ্রমণ করবে না তারা বইটির কেবল একটি পৃষ্ঠা পড়েছে। 

ফেঞ্চ লেখক হিলিয়ার বেলোক বলেছেন, “আমার বিভ্রান্তির জন্য ঘুরাঘুরি করি, পরিপূর্ণতার জন্য ভ্রমণ করি”।

ভ্রমণে বের হলে বিভিন্ন পরিবেশ, স্থান ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়া যায়। বিভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন মানুষের সাথে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা বাড়ায়, ফলে সামাজিক দক্ষতা বৃদ্ধি পায়। সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বৃদ্ধি করে। পাহাড়ে ভ্রমণ মানুষকে সাহসী করে ও কষ্ট করে কিছু অর্জন করতে শেখায়। সমুদ্র ভ্রমণ মনের বিশালতা বাড়ায়।

ভ্রমণ আমাদের শরীর ও মন উভয়কে প্রভাবিত করতে সক্ষম। একদিকে মনের ক্লান্তি ও গ্লানি দূর করে মনকে সতেজ রাখে। অন্যদিকে আমাদের শরীর ও সকল জড়তা কাটিয়ে সতেজতায় পূর্ণ হয়ে উঠে। এমনকি বিভিন্ন রোগ মুক্তির ক্ষেত্রে ও ভ্রমণের বিশেষ গুরুত্ব রয়েছে। মানসিক চাপ কমিয়ে নিজেকে পুনরূজ্জীবিত করার ভালো উপায় হলো ভ্রমণ।

– দেহ ও মনে অনবিল প্রশান্তি এনে দেয়।

– অজানাকে জানতে সাহায্য করে।

– জ্ঞানের পাল্লা ভারি করে।

– ধৈর্য শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে।

তাই জীবনের কিছুটা অংশ থাকনা রাখা ভ্রমনের জন্য।


Photo Gallery